শিক্ষা নিয়ে উক্তি- ১৫ টি মূল্যবান উক্তি [Shiksha Niye Ukti]

শিক্ষা

এই পর্বে শিক্ষা নিয়ে কিছু উক্তি তুলে ধরবো। প্রকৃত শিক্ষা কি, শিক্ষার সাথে অন্ধকার আর কুসংস্কারের কি সম্পর্ক –সেইসব কিছু শিক্ষা নিয়ে উক্তিগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলবো। শিক্ষা দান কারীর কিভাবে শিক্ষা দান করা উচিত  আর শিক্ষা গ্রহন কারীর কিভাবে শিক্ষা গ্রহন করা উচিত সেইসব কিছুও ফুটিয়ে তুলবো একটি গল্পের মাধ্যমে।

তাহলে শুরু করা যাক সেই ১৫ টি মূল্যবান উক্তি।

শিক্ষা নিয়ে উক্তি

শিক্ষা নিয়ে উক্তি

১। যদি তুমি তোমার শিক্ষকের থেকে কিছুই না শিখতে পারো, তাহলে তা শিক্ষকেরই দোষ না, দোষ তোমারও। কারন তুমি গ্রহন করতে জান না।

টিউলিপ

এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প তুলে ধরি –

একজন শিক্ষক যখন একজন ছাত্রকে শেখায়, আর ছাত্রটি যদি কিছুই শিখতে না পারে, তাহলে দোষ কার? শিক্ষকের না ছাত্রের? উত্তর হল এই যে – এতে দোষ গুনের ব্যাপার নেই । আর যদি থেকেও থাকে, তাহলে সেই দোষ উভয় পক্ষের । গল্পটির মেন বিষয়ে যাওয়ার আগে শিক্ষক আর শিক্ষার্থীর কি কি রকমের combination হতে পারে দেখে নেওয়া যাকঃ

  1. ভালো শিক্ষক – ভালো ছাত্র

এই combination এ ভবিষ্যৎ সবচেয়ে বেশী  উজ্জ্বল ।

  1.  ভালো শিক্ষক – খারাপ ছাত্র

এই combination এ শিক্ষকের influence করার ক্ষমতার ওপর নির্ভর করছে ছাত্রের ভবিষ্যৎ ।

  1. খারাপ শিক্ষক – ভালো ছাত্র

এই combination এ ভবিষ্যৎ উজ্জ্বল । ছাত্র কোনো না কোনো ভাবে ঠিক শিখে নেবে ।

  1. খারাপ শিক্ষক – খারাপ ছাত্র

এই combination টি সবচেয়ে বড় বিপদ ডেকে আনে । ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে ।

তাই শুধু শিক্ষক ভালো হলেই হয় না, ছাত্র কেও সমানভাবে ভালো হওয়া জরুরী । যে দান করে সে যেমন খুবই ভালো, আর যে গ্রহণ করে তাকেও গ্রহণ করতে জানতে হয় ।

একজন ছাত্র এইসবের কিছুই বুঝতে না পেরে শিক্ষক কে বললো – “স্যার, শিক্ষক – ছাত্রের combination theory টা practically  বোঝাবেন?”

শিক্ষক রাজি হয়ে বললেন – “তুমি তো ভালো ছাত্র, আরেকটা খারাপ ছাত্র যে কিছুতেই শিখতে চায় না তাকে ডেকে নিয়ে এসো ।“ ডেকে নিয়ে আসার পরে শিক্ষক আবার বললেন -” আমি তোমাদের দুজন কেই তিন রকম জিনিস দেবো, তোমরা সেটা ভালো করে নিও “।

প্রথমে শিক্ষক দুই ছাত্র কেই কাছে ডাকলেন, আর বললেন –“কই, দেখি । এটা গ্রহণ করো ।“

বলে দুজনের হাতেই হালকা গরম জল দিলেন ।

দুজনেই ছিটকে ফেলে দিল ।

ভালো ছেলেটি বললো – “স্যার, বুঝতে পারি নি । পরের বার ঠিক গ্রহণ করতে পারবো ।“

খারাপ ছেলেটি কিছুই বললো না ।

এবার শিক্ষক ওদের বললেন – “যত্ন করে গ্রহণ করো ।“ বলেই ওদের হাতে একটা জ্যান্ত প্রজাপতি  দিলেন । ভালো ছেলে টি বুঝতে পারা মাত্র দুই হাতের মধ্যে মুঠো  করে রাখলো । খারাপ ছেলেটি মুঠো না করায় প্রজাপতি উড়ে চলে গেল ।

এরপরে শিক্ষক ওদের কাছে ডেকে আবার হাত পেতে গ্রহণ করতে বললেন । এবারে শিক্ষক দিলেন ঠান্ডা জল । ভালো ছেলে টি তা বুঝতে পারা  মাত্রই দু হাতে অঞ্জলি দেওয়ার মতো করে আগলে  রাখলো। খারাপ ছেলে টি এক হাতে মুঠো করাতে  পুরো জল মাটিতে পড়ে গেল ।

তারপরে শিক্ষক ভালো ছেলে টিকে ডেকে বললেন –“ কি বুঝলে?”

ছেলেটি বললো – “শিক্ষকেরা সব ছাত্রকেই সমান চোখে দেখে, কিন্তু কেউ গ্রহণ করতে পারে আবার কেউ পারে না । এই জন্য ছাত্র ছাত্রীকেই গ্রহণ করার যোগ্য হয়ে ওঠা দরকার ।“

২। তথাকথিত সমাজ থেকে অনেক ভুল তথ্য কে আমরা আমাদের মনের মধ্যে গেঁথে নিয়েছি। এরফলে অন্ধকারে ছেয়ে আছে সমাজ। এই অন্ধকারের পর্দা কে দূরে সরানোকেই শিক্ষা বলে।

টিউলিপ

৩। জন্মগতভাবে সমাজ ছিল প্রকৃত সুন্দর,শিক্ষায় পরিপূর্ণ, আদর্শ আর নীতিজ্ঞানে ভরপুর। সময়ের সাথে সাথে জীবকুল দ্বারা কৃত কুকর্ম ও আবর্জনা সমাজ এর প্রকৃত রুপ কে আচ্ছন্ন করে দেয়। সমাজের এই ওপরের পর্দা কে শিক্ষাই পারে সরিয়ে দিতে।

টিউলিপ

৪। ডিগ্রি অর্জন করলেই প্রকৃত শিক্ষা প্রাপ্ত হয় না। প্রকৃতি থেকেও প্রকৃত শিক্ষা প্রাপ্ত হতে পারে কোন ডিগ্রি ছাড়াই।

টিউলিপ

৫। এমন শিক্ষা অর্জন কর যেন তোমাকে কারো কাছে হাত পাততে না হয়। সঠিক শিক্ষা আত্মসম্মান বাড়াতে শেখায়।

টিউলিপ

৬। যে শিক্ষা তোমার বেঁচে থাকার জন্য নুন্যতম প্রয়োজন রুটির জোগাড় করতে পারে না, সেই শিক্ষা শিক্ষাই নয়। শুধু শিক্ষার বাহ্যিক অলঙ্কার।

টিউলিপ

৭। এমন শিক্ষা অর্জন কর, যা দিয়ে তুমি সমাজ কে উন্নত করতে পারো।

টিউলিপ

৮। এমন শিক্ষায় শিক্ষিত হও, যা তোমাকে কোন কর্মে নিপুণ করে তুলতে পারে।

টিউলিপ

৯। শিক্ষার পবিত্র ,শক্তিশালী আলোয়, মনের অন্ধকার কে ধুয়ে ফেলো।

টিউলিপ

১০। সঠিক শিক্ষা শক্তিশালী অস্ত্রের কাজ করে, যা তোমাকে বিপদের সময়ে আত্মরক্ষা করতে সাহায্য করে।

টিউলিপ

১১। শিক্ষা কে অহঙ্কারের সাথে না, বিনয়ের সাথে গ্রহন করো।

টিউলিপ

১২। শিক্ষাই পারে জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখাতে, জীবনের স্বপ্নগুলোকে সত্যি করতে।  

টিউলিপ

১৩। থিওরিগত শিক্ষার চেয়ে ল্যাবরেটরি বা প্র্যাক্টিকেল বেসড শিক্ষা অনেক ভালো।

টিউলিপ

১৪। শিক্ষা কে বাউন্ডারি ওয়াল দিয়ে সীমিত করো না। যদি তুমি তোমার টার্গেট অর্জন করে ফেলেছ, আরও বড় টার্গেট সেট করো।

টিউলিপ

১৫। যদি কখনো তোমার মনে হয় যে তুমি সব শিখে গেছো; তাহলে জেনে রাখো তুমি ভুল পথে হাঁটছ।

টিউলিপ

শিক্ষা নিয়ে উক্তি গুলো আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভালবাসা বা আশীর্বাদ। সেই আশীর্বাদের জোরে আমি হয়তো আরো বেশ নতুনত্ব কিছু লিখা আপনাদের কাছে হাজির করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক পোস্ট