About Us

মানুষে মানুষে সামাজিক দুরত্ব বেড়েছে । দুঃখ – কষ্ট কারো সাথে ভাগ করে নেওয়ার মতো মানুষের সংখ্যা কমেছে । সবকিছু অনলাইন হয়ে যাওয়ায় মানুষের মধ্যে অনুভুতি কমেছে । মানুষের মনে জমছে এক সুপ্ত বেদনা । একান্নবর্তী পরিবার দেখাই যায় না । বাবা, মা আর সন্তান নিয়েই এক এক পরিবার । মেয়েরাও অফিসে , স্কুলে , কারখানাতে কাজে নেমেছে । মা রা অফিসে কাজ করাতে সন্তানদের মনে ক্ষোভ জমেছে । আর এই আজকের সন্তানরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ।এই সন্তানদের কথাই আমাকে ভাবিয়ে তুলেছে । “Bengali Motivation” সাইটের এর প্রথম ও প্রধান উদ্দ্যেশ্য আপনাদের মোটিভেট করা ।

আমার লক্ষ্য

আপনি কি সাফল্যের খোঁজে , সুখের খোঁজে প্রত্যহ গুগল সার্চ করেন কিংবা বই কিনে থাকেন? তবুও কোথাও খুঁজে পাচ্ছেন না সেই সাফল্যের চাবিকাঠি যা আপনার জীবন বদলে দেবে ? আর খুঁজতে খুঁজতে আপনি এখানে এসে পৌঁছেছেন ? তাই তো ? একদম চিন্তা করবেন না । আপনি একদম ঠিক জায়গায় এসেছেন । আমি লক্ষ্য স্থির করা থেকে শুরু করে জীবনের সাফল্যের সিঁড়িতে পৌঁছান অবধি গাইড্যান্স দিয়ে থাকি । মানুষকে সঠিক পথে গাইড করা আমার একটা প্যাশন । জীবনের ওঠানামাতে কি করে ভেঙ্গে না পড়ে আপনি আপনারা আরও ওপরে উঠবেন ,জীবনের যে কোন পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে হাসিখুশি রাখবেন – এইসবই তো এই চ্যানেল এর উদ্দ্যেশ্য । শুধু মাত্র সুখের ঠিকানা দেওয়াই নয় , সেই সুখকে কি করে ধরে রাখা যায় , সেইসব গাইড্যান্সও আমি দিয়ে থাকি । আপনার সমস্যা মেল বা ব্লগ এর কমেন্ট বক্সে লিখে পাঠান।

আমার কাহিনী

২০১১ সালের জানুয়ারি মাস । আমরা যারা একসাথে অফিসে কাজ করতাম , আড্ডা দিতাম – সবাই কোম্পানি বদলে নেওয়াতে , ওই আড্ডাটা মিস করতে থাকলাম । Construction company এর ক্লান্তি ঘোচাতে খুলে ফেললাম একটা বাংলা ব্লগ । নাম দিলাম – “জাগো বাংলা” । এই ব্লগ এর লিখা পড়ে মানুষের মনে উৎসাহ জন্মাবে -এই আশা নিয়ে শুরু করলাম লিখা । লিখতে লিখতে অনেক অভিজ্ঞতা অর্জন করলাম । সাথে মাষ্টার ডিগ্রি ও করে ফেললাম যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে । ইঞ্জিনিয়ারিং কলেজ এ পড়াতে থাকলাম । আমি ঢোকার পর ই সিলেবাস বদলে গেল । ল্যাব নেওয়া ছাড়া আমার আর কোন কাজ নেই । আর তাই আবার ক্লান্তি অনুভব করলাম । আর এই ক্লান্তি ঘোচাতে শুরু করলাম আবার ব্লগ লিখা । খুললাম ” With Nature – Tanusrirchokhe” । মানুষ এর আমার লিখা ভালো লাগতে থাকলো । Subscription বাড়তে থাকলো । এরপর ইচ্ছে হল – আরও বেশী করে কিভাবে মানুষকে মোটিভেট করা যায় । দেখলাম -সময় এক বিশাল factor । আর তাই ঠিক করলাম এবার থেকে বাংলা তে লিখব শুধু । আগে বাঙ্গালিদের মোটিভেট করি – এই উদ্দ্যেশ্য নিয়ে ” Bengali Motivation” এ পথ চলা শুরু করি ।

পুস্তকসমগ্র

সকল ছায়া পথের মধ্যে যে এক মহাশুন্য বর্তমান, সেই মহাশুন্যই তো সব কিছু পরিচালনা করছে, সময়কেও নিয়ন্ত্রন করছে। সমস্ত শক্তির উৎস তো সেই মহাশুন্য। এই মহাশুন্যের যে অলৌকিক ক্ষমতা তাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি “ Power of Emptiness” বইটিতে। বইটি প্রথম প্রকাশ পায় “pothi.com” এ ২০২০ এর ১৭ ই জুন এ।

এই মহাশূন্য থেকে জন্ম হয় জীবন শক্তির। পরিবেশ আর শিক্ষা এর আলোতেই তো বিকশিত হয় এই জীবনশক্তি। শিক্ষার আলোয় সমস্ত নোংরা উদ্ভাসিত হয়। তারপর ধীরে ধীরে আলোর তেজে নোংরা লুপ্ত হয়। পরিবেশ প্রকৃতি দিয়ে শুরু হয় ঠিকই, কিন্তু শিক্ষা ছাড়া সম্পূর্ণ হয় না। “জীবন শক্তি” বইটি প্রথম প্রকাশিত হয় ২০২০ এর ১৩ই জুলাই এ “pothi.com” এ।

E-Book টি সম্পূর্ণ বিনামুল্যে পড়ার জন্য নীচের লিঙ্কটিতে ক্লিক করুন –

https://store.pothi.com/book/tanusri-sen-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-jibonshakti

আর বইটি বাড়ীতে বসে পড়ার জন্য নীচের লিঙ্ক এ ক্লিক করে কিনে ফেলুন –

https://store.pothi.com/book/ebook-tanusri-sen-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-jibonshakti