প্রেরণামূলক উক্তি –যা পড়লে জীবনে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারবেন

আত্মবিশ্বাস এর সাথে প্রেরণামূলক উক্তি পড়ুন।

প্রেরণামূলক উক্তি আমাদের জীবনে অনুঘটকের কাজ করে। এই জীবনের পথে চলতে চলতে অনেক সময়ে আমরা ভেঙ্গে পড়ি- কখনো কারনে আবার কখনো কারন ছাড়াই।

আর ভেঙ্গে পড়ে উঠে দাঁড়ানটাই হল সঠিক জীবন।

জীবন মাঝে মাঝে থমকে দাঁড়ায়। জীবন এমন কিছু ঘটনা স্থাপন করে যার জন্য জীবনের গতি আপাত দৃষ্টিতে মন্থর হয়ে যায়।

আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে আপনি যখন ট্রেনে করে কোথাও যাতায়াত করেন, তখন মনে হয় যেন দুই পাশের গাছপালাগুলো  দউড়াচ্ছে?

ঠিক তেমনি আপনিও সময়ের ভেলায় একই গতিতে জীবন যাত্রা করছেন।

কিন্তু সময়ের গতি কখনো বেশী আবার কখনো কম মনে হয়। কিছু দুঃখ জনক ঘটনা সময়ের আপেক্ষিক গতি কমিয়ে দেয়।

আর এর কারন আপনি নিজে। কারন আপনি দুঃখ কে আগলে রাখেন।

দুঃখ টাকে ভুলতে চান না। দুঃখ সময়ের অনেকটা জায়গা জুড়ে থাকে।

আর তাইতো সময়ের আপেক্ষিক গতি কমে যায়।

আর সুখের সময়ে আপনি তো সুখের ঘটনা ঘটে যাওয়ার পর সেই পুরানো ঘটনা ভেবে আনন্দ করতে ভুলে যান।

আর এর মানে তো – আপনি সুখ কে তাড়াতাড়ি বিদায় জানিয়ে দেন। সময়ের অল্পখানি জায়গা জুড়ে থাকে সুখ।

আর তাইতো সুখের সময়ে মনে হয় সময় যেন ফুরফুর করে পেরিয়ে যাচ্ছে।

আর এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রত্যহ পড়ুন প্রেরণামূলক উক্তি।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। প্রত্যহ পড়ুন প্রেরণামূলক উক্তি ঠিক যেমন প্রত্যহ চা / কফি খান।

এই প্রেরণামূলক উক্তি গুলো আপনার হৃদয় কে তাজা রাখতে সাহায্য করবে।

শুভ সকালের শুভেচ্ছা

সকালের খবর শোনার আগে মনকে ব্রেকফাস্ট করতে দিন।

শরীরের জন্য যেমন সাস্থ্যকর খাবারের কথা ভাবেন, ঠিক তেমনি মনের জন্যও প্রেরণামূলক উক্তি গুলোকে খাবার হিসেবে গ্রহন করুন।

সূর্যোদয়

সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়ুন। যে বিছানা আপনাকে বিশ্রাম দিয়েছে তাকে কৃতজ্ঞতা জানিয়ে আসনে বসে পড়ুন।

পূর্বদিকে মুখ করে সূর্য প্রনাম করে জাস্ট দুই মিনিট চুপচাপ বসে থাকুন।

প্রেরণামূলক উক্তি

প্রেরণামূলক উক্তি (ব্রেকফাস্ট)

সকালের খাবার হল শরীরের জন্য ব্রেকফাস্ট। আর সকালের কিছুটা সময়ের জন্য প্রেরণামূলক উক্তি পড়া হল মনের ব্রেকনেগেটিভথট।

টিউলিপ

রাত্রে ঘুমের সময়ে সাব কন্সাস মাইন্ডে যেটুকু নেগেটিভ থট আপনার মনে বাসা বেঁধেছিল, সেইসব কিছু কে ব্রেক করে ফেলুন মনের ব্রেকনেগেটিভথট দিয়ে।

টিউলিপ

সকালে উঠেই জল খাওয়া হল শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে চান করা। ঠিক তেমনি সকালে উঠেই প্রেরণামূলক উক্তি পড়া হল মনের ভেতর থেকে আবর্জনা বাহিরে বার করা।

টিউলিপ

শুভ দুপুরের জন্য প্রেরণামূলক উক্তি ( লাঞ্চ)

আমি পারবো। আমি সফল হবই আমার লক্ষ্য পূরণে। ইউনিভার্স ও বলছে- “তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এছাড়া আর কোন উপায় নেই।“ পড়ে যাওয়া খারাপ না, পড়ে যাওয়া থেকে কিছু শিখতে না পারা টা অজ্ঞতার পরিচয়।

টিউলিপ

ইউনিভার্স বলছে-“ তোমার সাথে সবসময় আছি। পরিশ্রম করে যাও। ফাঁকি দিও না। যতক্ষণ আছে শ্বাস, এগিয়ে যাও। পিছিয়ে যাওয়ার জন্য তোমাকে রচনা করি নি।“

টিউলিপ

“কেউ না থাকুক, ভয় পেয়ো না। জানবে সবার অগোচরে আমি তো আছিই। পড়ে গেলে ভয় কি? আমার আঁচলেই তো পড়বে।“- ইউনিভার্স বলছে।

টিউলিপ

“তারপরে তোমায় আবার উঠতে সাহায্য করবো যদি তুমি চাও।“- ইউনিভার্স বলছে।  

টিউলিপ

শুভ রাত্রির জন্য প্রেরণামূলক উক্তি (ডিনার)

বিপদ দেখে ভয় পেয়ো না। কালো মেঘ থেকে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশ আবার স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যায়।

টিউলিপ

তুমি তো সৃষ্টিকর্তার এই সৃষ্টি। তাই তোমার মধ্যে প্রচুর শক্তি রয়েছে, বুদ্ধি রয়েছে, রয়েছে চেতনাশক্তি।

টিউলিপ

রাস্তা তে তো বাম্পার দেওয়া হয় যাতে দুর্ঘটনা না ঘটে। সৃষ্টিকর্তাও তোমার জীবনে বাম্পার দিয়েছেন তোমার ভালোর জন্যই।

টিউলিপ

গভীর রাতের অন্ধকারের পর ই তো আলো ফুটে উঠে। তাই জীবনে অন্ধকার এলেও মুখে হাসি বজায় রেখো এই ভেবে যে আর কিছুক্ষণ পরেই আলোর আগমন হবে।

টিউলিপ

অন্ধকার রুমের মধ্যে মুবাইলের টর্চ লাইটের তীব্রতা খুব বেশী ই মনে হয়, আর তাইতো সেই ক্ষুদ্র আলো তখন বিশাল কাজের মনে হয়। আর এই কারনেই তো জীবনে আলোর গুরুত্ব বাড়ানোর জন্য অন্ধকারের প্রয়োজন পড়ে।

টিউলিপ

এমন কিছু প্রেরণামূলক উক্তি তুলে ধরলাম যা পড়লে আপনার মনে জাগবে এক পজিটিভ শক্তি। ইউনিভার্স এর মুখ থেকে যে কথাগুলো তুলে ধরেছি, সেগুলো ইউনিভার্স এর হয়ে নিজেই নিজেকে বলুন। দেখবেন ইউনিভার্সের থেকে ভালো রেসপন্স পাবেন।

এইরকম নানান রকমের প্রেরণামূলক উক্তি পড়তে জুড়ে থাকুন আমাদের সাইটের সাথে। আপনার যে কোন সমস্যা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন; তাহলে সেইসব নিয়েও অভিনব টিপস দেবো আমরা।

27 thoughts on “প্রেরণামূলক উক্তি –যা পড়লে জীবনে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক পোস্ট